প্রধানমন্ত্রী এবং তার সরকারের পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি

Dhaka, Bangladesh

বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের পদত্যাগ দাবি করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

সোমবার ঈদের দিন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সহায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানোর একদিন পর দলের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান হল ।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং আওয়ামী লিগ সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। তিনি বলেন সংবিধানের বিধান মোতাবেক নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনে সেনাবাহিনী নির্বাচন কালিন দায়িত্ব পালন করবে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট