বিএনপির মহাসচিব বলেছেন বাংলাদেশে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশ নেবে

বাংলাদেশে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি যে কোনও পরিস্থিতিতে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ জন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বুঝতে পেরেই এক দলীয় শাসন কায়েম করতে তৎপর হয়ে পড়েছে।

দেশে গণতন্ত্র ক্রমাগত ভাবে সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগ যতই বুঝতে পারছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ততই তারা গণতান্ত্রিক পরিসর সংকুচিত করছে।

আওয়ামী লীগের কাজের সঙ্গে বিএনপির কাজের তুলনা করার প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি বলেন নিরপেক্ষ নির্বাচন হলে বোঝা যাবে, আওয়ামী লীগের ওপর জনগনের আস্থা কতটুকু আছে।

এসম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট বিএনপি