বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের নিশা দেসাইয়ের সফর

আগামিকাল মঙ্গলবার,বাংলাদেশে, প্রধান বিরোধি দল BNP-র Chairperson Begum Khaleda Zia রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করে নির্বাচন কালীন অন্তর্বর্তী সরকার প্রশ্নে নিজ দলের অবস্থান তুলে ধরবেন ব’লে ধারণা করা হচ্ছে – জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী । এর আগে বাংলাদেশে সংসদ নির্বাচনকালীন মন্ত্রীসভা গঠন প্রক্রিয়ায় ক’জন মন্ত্রী ও উপমন্ত্রী শপথ নেন ব’লে জানান ঢাকা থেকে মতিয়ূর রহমান চৌধুরী তাঁর আরেক রিপোর্টে ।
ইতিমধ্যে,যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার ঢাকা সফর শেষে আজ এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন,‘জরুরী ভিত্তিতে সংলাপ হতে হবে, এর কোন বিকল্প নেই’।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট ।BANGLADESH POLITICS

Your browser doesn’t support HTML5

BANGLADESH POLITICS