বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫৫টি মামলায় বিএনপি'র ৫২৯ জন নেতা-কর্মী আটক

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী পাঁচজন নেতাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে বুধবার নির্বাচন কমিশনকে বিএনপি'র পক্ষ থেকে দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। এর মধ্যে একজনের খোঁজও মিলছে না বলে বিএনপি চিঠিতে অভিযোগ করেছে।

নির্বাচন কমিশনকে দেয়া বিএনপি'র চিঠিতে মনোনয়নপ্রত্যাশী ঐ পাঁচজন নেতাসহ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫৫টি মামলায় দেশজুড়ে ৫২৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিএনপি'র পক্ষ থেকে অবিলম্বে ঐ পাঁচজন মনোনয়নপ্রত্যাশী নেতাসহ ৫২৯ জন নেতাকর্মীকে মুক্তি দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অভিযোগ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন, অপরাধী হলে তার ছাড় নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন পুলিশ কর্মকর্তাদের সাথে নির্বাচন বিষয়ে বৈঠক করবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।