মির্জা ফখরুল শপথ নেননি, আসন শূন্য ঘোষণা

অনেক নাটকীয়তার পর বিরোধী বিএনপি'র চারজন এমপি সোমবার শপথ নেন। কিন্তু শপথ নেয়া থেকে বিরত থাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার তার অবস্থান পরিস্কার করেছেন। বলেছেন, দুই কারণে তিনি শপথ নেননি। এক. কৌশলের অংশ হিসেবে। দুই. স্বাস্থ্যগত কারণে।

সংবিধান অনুযায়ী ২৯শে এপ্রিল ছিল শপথ নেয়ার শেষ দিন। সময়মতো শপথ না নেয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেছেন। বগুড়া-৬ থেকে ফখরুল নির্বাচিত হয়েছিলেন। এখন নতুন করে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই অবস্থায় মির্জা ফখরুল ভয়েস অব আমেরিকাকে বলেন, জেনে-বুঝেই সিদ্ধান্ত নিয়েছি।
শাসক আওয়ামী লীগ এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি। তবে দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি'র সংসদে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।