বাংলাদেশে বৃহস্পতিবার ঐক্যফ্রন্ট-সরকার সংলাপ

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকায় ঐক্য ফ্রন্টের অংশীদার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের কাছে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এই আমন্ত্রণ জানান। চিঠি পাওয়ার পর গণফোরাম এর সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের বলেন, ঐক্য ফ্রন্টের নেতারা ৭ দফা সহ অন্যান্য সকল বিষয়ে আলোচনা করা ছাড়াও দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সংলাপের বিষয়টিকে রাজনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। আসছে নির্বাচন অংশ গ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।