পুলিশের প্রতি আস্থা দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে: ড. মিজানুর রহমান

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন পুলিশকে আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকায় পুলিশের তিন কর্মকর্তা ও এক সদস্য এক চা দোকানির কাছে চাঁদা দাবী করার পর তা দিতে ব্যর্থ হলে তার উপর তারা হামলা চালালে দোকানের কেরোসিনের ষ্টোভের আগুনে পুড়ে তিনি গুরুতর আহত হন। পরে চা দোকানদার বাবুল মাতাব্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ড. মিজানুর রহমান বলেন, পুলিশের কর্মকাণ্ডের কারনে তাদের প্রতি আস্থার অবস্থানটি দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে।

এদিকে, পুলিশের ঐ চার সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়াছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান বলেন, দোষী যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

পুলিশের প্রতি আস্থা দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে: ড. মিজানুর রহমান

Your browser doesn’t support HTML5

জাতীয় মানবাধিকার কমিশন