দ্রুত পরীক্ষার তারিখ নির্ধারণের দাবিতে আন্দোলনরত ঢাকার গুরুত্বপূর্ণ ৭টি কলেজের শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবার ঢাকার শাহবাগে পুলিশের সংঘর্ষে-যাতে কিনা পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়েছে ও ব্যাপকভাবে লাঠিপেটা করেছে- সে ঘটনায়ই পুলিশ অজ্ঞাত পরিচয় ১ হাজার ২শ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। শুক্রবার দায়েরকৃত মামলায় পুলিশের পক্ষ থেকে তাদের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষ চলাকালে ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কলেজের শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষার তারিখ নির্ধারণের দাবিতে অনেকদিন ধরে চেষ্টা-তদবির চালিয়ে আসছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট