বাংলাদেশের ৮টি বামপন্থী রাজনৈতিক দলের মোর্চা বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করেছে, বিরোধী দলের নেতা-কর্মীদের নামে গায়েবি এবং মিথ্যা মামলা দিয়ে দৌড়-ঝাপের মধ্যে রেখে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
মঙ্গলবার ঢাকায় জোটের গণ অবস্থান কর্মসূচি থেকে নেতারা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, তামাশার নির্বাচন গ্রহণ করা হবে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছেন জোটের নেতারা। তাঁরা জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ গোটা নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কারেরও দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সামনে নির্বাচন কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। তিনি নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে জোটের দাবী মেনে নেয়ার আহ্বান জানান। প্রয়োজনে সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের দাবি জানান তিনি।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।