বাংলাদেশ সরকার কি পারবে পর্ণো সাইটগুলো বন্ধ করতে?

tarana halim

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, পর্ণো সাইটগুলো বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এসব সাইট বন্ধ করা বাস্তবে কতটা সম্ভব এবং এর সামাজিক প্রেক্ষাপট কি? ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক আফসান চৌধুরী মনে করেন, এসব সাইট বন্ধ করার জন্য যে ধরণের প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রশিক্ষিত কর্মী দরকার, সরকারের তা আছে কিনা, সেটা দেখতে হবে। এক হিসেব অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ট্র্যাফিকের এক তৃতীয়াংশ হয় পর্ণো সাইটগুলোতে। এই বিপুল পরিমাণ পর্ণো ট্র্যাফিকিং ঠেকাতে লোকবল প্রয়োজন হবে। আফসান চৌধুরী বললেন, তার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তিনি দেখছেন, বাংলাদেশের তরুণ সমাজ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তাদেরকে সমাজ কোনো ভাল কিছু দিতে পারছে না। শুধু আইন করে পর্ণো সাইট বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না বলেই তার ধারণা। এসব বিষয়ে তার সাথে কথা বলেছেন আহসানুল হক।

পুরো সাক্ষা্ৎকারটি শুনতে প্লে বাটনে ক্লিক করুন।

Your browser doesn’t support HTML5

Afsan Chowdhury