আবারো বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা।

বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তাঁর শেষ মেয়াদ। ২০১৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। নব নির্বাচিত রাস্ত্রপতি হিসেবে আগামী ২৩শে এপ্রিল তাঁর শপথ হতে পারে বলে আভাস দিয়েছেন সিইসি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।