বাংলাদেশে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন সম্পাদকরা

বাংলাদেশের জাতীয় দৈনিকের সম্পাদকরা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এই আইনের খসড়ার ১৯ ধারায় বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার সব বিষয় বিদ্যমান রয়েছে। এটাই উদ্বেগের কারণ। তাছাড়া ১৯ ধারাতেও তথাকথিত মানহানি, সামাজিকভাবে অপদস্ত করার চেষ্টা বিশেষভাবে রাখা হয়েছে। সম্পাদকরা মনে করেন, প্রস্তাবিত খসড়ার ১৫(৫) ধারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আরেকটি বড় বাধা।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভায় মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় হয় এমন সব বিধি-বিধান বাদ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সম্পাদক পরিষদ-এর সভায় সাংবাদিকদের ওপর সংঘটিত সব হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানানো হয়। এই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় যত মামলা আছে তা অবিলম্বে প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি করা হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন সম্পাদকরা