জিএসপি প্রত্যাহারে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের শ্রমিকরা : শেখ হাসিনা

বাংলাদেশে চমৎকার বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে US Chamber of Commerce and Industries এর প্রতিনিধিদলের সঙ্গে Hotel Grand Hyatt এ বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফিং দেন। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের জিএসপি সুবিধে প্রত্যাহার করে নিয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে সব কারণ দেখিয়ে জিএসপি প্রত্যাহার করা হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিকরাই তাই তা পুনর্বহাল করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।

বাংলাদেশের বিভ্ন্নি খাতে , বিদেশি বিনিয়োগ , বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের হারকে ইতিবাচক হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে ১৯৯৬ সালে যেখানে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার এখন ১.৩ বিলিয়ন ডলারের বেশির ভাগই হচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ। বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন , নিউ ইয়র্ক থেকে সেলিম হোসেন :


Your browser doesn’t support HTML5

শুনুন বিস্তারিত প্রতিবেদন