বাংলাদেশ সরকার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে, ‘বিজিবি’ সদস্য ধরে নেওয়ার প্রতিবাদ জানিয়েছে

The Naf River, on the border of Bangladesh and Myanmar

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে টহলের সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর অপর একজনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ‘বিজিপি’ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিয়ানমার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। সাথে সাথে ধরে নেওয়া বিজিবি সদস্যকে দ্রত ফেরত পাঠাতে বলেছে বাংলাদেশ সরকার। গত এক মাসে এনিয়ে দ্বিতীয়বার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হল।

সে সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট প্রতিবাদ