রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স সরকারের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধিদলের এক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের দৃঢ় সহযোগিতা প্রত্যাশা করে।

রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রতিনিধিদলের সদস্যরা দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তাঁরা বাংলাদেশের প্রশংসা করেছেন। বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যকি দেরোমেদি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।