চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশের জনগণের এ মুল খাদ্য পণ্যটির আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার ঢাকায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন এতদিন বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। সরকার আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে চালের বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করে বাণিজ্য মন্ত্রী বলেন এর ফলে মোটা চালের দাম কেজি প্রতি ৬ টাকা কমবে বলে সরকার মনে করছে।
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন চালের দামের ওপর ভিত্তি করেই অন্য নিত্য পণ্যগুলোর দাম ওঠানামা করে। চালের দাম কমে আসলে অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট (চাল)