জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত

বাংলাদেশে শুক্রবার দুপুরে জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত মুমিনুল হক ভয়েস অফ আমেরিকাকে জানান, বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহন ঘটনান্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮জন নিহত হয়েছে।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Your browser doesn’t support HTML5

বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।