বাংলাদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত

বাংলাদেশে বুধবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা গেছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশীপুর এলাকায় দুপুরের দিকে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ নারীসহ ৮ জন প্রান হারিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

এদিকে, অপর এক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল জেলার কালিহাতিতে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ট্রাকের ওপার থাকা ৯ যাত্রীর মধ্যে ৪ জন ঘটনা স্থলেই প্রানহারান এবং অপর ৫ জন আহত হন।

ঐ দুই দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিভিন্ন সংস্থার দেয়া তথ্য মতে, বাংলাদেশে প্রতিবছর ৮ হাজারের ওপর মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। আহত হন আরও ২০ থেকে ২৫ হাজার মানুষ, যাদের অনেকেই চিরপঙ্গুত্ত বরন করেন। বিশেষজ্ঞদের মতে চালকদের আদক্ষতার কারণেই বেশীর ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত