বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজার জেলার নাফ নদী থেকে বুধবার সাত রোহিঙ্গা নারী এবং শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে গত ২৫ শে আগস্ট থেকে রাখাইন রাজ্যে নিরহ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ উগ্রবাদীদের হামালা এবং নির্যাতনের কারনে নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকা ডুবিতে শতাধিক রোহিঙ্গা প্রাণ হারালেন।
এদিকে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইনের বিস্ফোরণে গত এক সপ্তাহে ৫ রোহিঙ্গা শরণার্থী নিহিত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বুধবার ইসলামী আন্দোলনের হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা মিছিল করে ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে তা সম্ভব হয়নি। এছাড়া ঢাকাসহ সারাদেশে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল ইসলাম।