জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ বছরে প্রয়োজনীয় আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পাওয়ায় উদ্বিগ্ন। ইউএনএইচসিআর কর্মকর্তারা বলছেন, ২০১৯-এর জন্য গত ফেব্রুয়ারিতে জেনেভায় দাতাদের বৈঠকে রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সহায়তা প্রাপ্তির জন্য জাতিসংঘ আহবান জানিয়েছিল। আর এ পর্যন্ত এর মাত্র ১৪ শতাংশ অর্থাৎ ১৪৩ মিলিয়ন ডলারের মতো অর্থ সহায়তা প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গত বছর ৯৫১ মিলিয়ন ডলার সহায়তা আবেদনের পরিপ্রেক্ষিতে ৬৪ শতাংশ অর্থ পাওয়া গিয়েছিল।
ইউএনএইচসিআর- এর আঞ্চলিক প্রধান খালিদ খলিফা ঢাকার সাংবাদিকদের বলেন, এ বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটি সত্য যে, বিশ্ব একের পর এক নানাবিধ সংকট মোকাবেলা করছে, এটা দুঃখজনক। আর এটাই অর্থ সাহায্যের ওপরে নেতিবাচক প্রভাব ফেলছে।
শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর ঐ অভিমতের সাথে একমত পোষণ করে বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার কারণে অভিবাসন ও শরণার্থী বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মনোযোগ কমছে। কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এমনটি চলতে থাকলে ভবিষ্যতে অর্থ সহায়তা প্রাপ্তি আরো কমে যেতে পারে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।