বাংলাদেশের হাইকোর্ট যে কোনো রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে কোনো বাংলাদেশী নাগরিক বিয়ে করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ সরকার যে আইন করেছে-তা বহাল রেখেছে। মানিকগঞ্জ জেলার মাদরাসার শিক্ষক শোয়েব হোসেন এক রোহিঙ্গা নারীকে গত সেপ্টেম্বরে বিয়ে করার পরে তার বাবা বাবুল হোসেন সম্প্রতি বাংলাদেশ সরকারের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্ট রিট নিষ্পত্তি করে সরকারের আইন বহাল রেখেছে এবং আইন অমান্য করা ও আদালতের সময় নষ্ট করার জন্য রিটকারী বাবুল হোসেনকে ১ লাখ টাকা সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়ার নির্দেশ দিয়েছে। তবে যে বিয়ে হয়ে গেছে সেই বিয়ের ভবিষ্যত কী সে সম্পর্কে হাইকোর্ট কিছু বলেনি। গত বছরের অক্টোবরে রোহিঙ্গাদের বিয়ে করা যাবে না সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এক নির্দেশনা দেয়। ২০১৪ সালেও সরকার এ সম্পর্কে একটি নিষেধাজ্ঞামূলক আইন জারি করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে বাংলাদেশী নাগরিকত্বের নিবন্ধন এবং নাগরিকত্ব পরিচয়পত্র যোগাড় করে গত কয়েক বছরে এ জাতীয় বেশ কিছু বিয়ের ঘটনা ঘটেছে।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর বিস্তারিত রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট রোহিঙ্গা