রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ পাঠকেন্দ্র স্থাপন করবে ইউনিসেফ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’র বেশি পাঠকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি শুক্রবার এ ঘোষণা দিয়েছে।

বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে ১৮২টি লার্নিং সেন্টার পরিচালনা করছে ইউনিসেফ। এসব পাঠকেন্দ্রে ১৫ হাজার শিশু শিক্ষা নিচ্ছে। আগামী বছরের মধ্যে দুই লাখ শিশুকে এই সেবার আওতায় আনতে পাঠ কেন্দ্রের সংখ্যা ১৫শ’তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।