বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে

প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে সুসম্পর্ক এবং সদ্ভাব বজায় রেখেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশ এতো বড় কূটনৈতিক সাফল্য আগে কখনোই অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের তিনদিনব্যাপী ‘কূটনৈতিক দূত’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথমবারের মতো একান্ত নিজস্ব ও ঘরোয়াভাবে এই সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট