জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা অস্থায়ী  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সাথে কথা বলেন

সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা রোববার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবনের নাইক্ষ্যংছড়ির নোম্যান্সল্যান্ডে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এ সময় হাজার হাজার রোহিঙ্গা নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এবং মিয়ানমারে ফেরত যাবার দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে রাস্তার পাশে ও ক্যাম্পে দাড়িয়ে ছিলেন। এরপরে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশ সদস্য রাষ্ট্রের সদস্যরা সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটকে ভয়াবহ সংকট আখ্যা দিয়ে বলেন, তবে এর কোনো জাদুকরী ও ধন্বন্তরী সমাধান নেই। এ সময় নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ক্যারেন পিয়ার্স বলেন, সমস্যার সৃষ্টি করেছে মিয়ানমার তাদেরই সমস্যার সমাধান করতে হবে। আর রোহিঙ্গাদের সম্মানের সাথে নিরাপদে দেশে ফেরার সুযোগ সৃষ্টি করতে হবে। অপরাপর সদস্যরা বলেন, এরপর তারা মিয়ানমারে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট