রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচারণা প্রতারণা ছাড়া কিছু নয়

Rohingyas

মিয়ানমার সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচারণাকে বাংলাদেশ হাস্যকর বলে মন্তব্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে পরিবারটিকে নিয়ে মিয়ানমার প্রচারণা শুরু করেছে তারা আসলে বাংলাদেশেই আসেনি। অনেকদিন ধরে নো-ম্যানস ল্যান্ডেই অবস্থান করছিল। শনিবার অনেকটা নাটকীয়ভাবে মিয়ানমারের সরকার নিয়ন্ত্রিত মিডিয়া প্রচার করে, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়ায় খবরটি আসার পর বাংলাদেশে শুধু নয়, মানবাধিকার সংগঠনগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অল্প আগে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র অধ্যাপক সি আর আবরারের সঙ্গে। তিনি এটাকে প্রতারণা বলে বর্ণনা করেছেন।

শনিবার রাতের এই খবরকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ত্রাণ ও শরণার্থী বিষয়ক কমিশনার আবুল কালাম। তিনি বলেন, যারা বাংলাদেশে প্রবেশ করেনি তাদেরকে শরণার্থী আখ্যা দেয়ার সুযোগ নেই।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট