বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত

বাংলাদেশে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবার কক্সবাজারের দুটি পাহাড় ধসের ঘটনায় ২ শিশুসহ ৪ জন নিহত এবং আরো ৪ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২ থেকে দেড়টার মধ্যে কক্সবাজার শহরের দুটো স্থানে দুটো পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এই নিয়ে গত জুন থেকে এই পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় কমপক্ষে ১৭০ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার বান্দরবনের রামুতে পাহাড় ধসে নিখোঁজ ৭ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

এদিকে, টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন বিপন্ন এবং বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তায় গাড়ি-ঘোড়ার পাশাপাশি নৌকাও চলছে। শহরের বহু স্থানে বুক সমান পানি জমেছে। হাসপাতালগুলোতেও পানি উঠে যাওয়ায় ওই সব হাসপাতালে চিকিৎসা সেবা কার্যত বন্ধ হয়ে গেছে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার চট্টগ্রাম সমুদ্র বন্দরের মালামাল খালাস এবং বোঝাই কার্যত বন্ধ ছিল। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত