ডিজাস্টার ম্যানেজম্যান্ট নিয়ে কাজ করছে সেফটি ম্যানেজম্যান্ট ফাউন্ডেশন

Your browser doesn’t support HTML5

সেফটি ম্যানেজম্যান্ট ফাউন্ডেশন দুর্যোগকালীন নিরাপদে থাকার এক ধরনের আন্দোলন। যা ২০১৫ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়ে কমিউনিটি বেজড ডিজাস্টার ম্যানেজম্যান্ট নিয়ে কাজ করছে। অর্থাৎ দুর্যোগকালীন স্থানীয়দের করনীয় বিষয় সমূহে হাতে কলমে প্রশিক্ষণ করিয়ে আসছে সংগঠনটি। তাজরীন ফ্যাশনে অগ্নিনির্বাপণ এবং রানা প্লাজায় উদ্ধার কাজের সাথে জড়িত ছিলেন ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব সাখাওয়াত স্বপন। মূলত এই দু’টি দুর্ঘটনাই তাঁকে তাড়িত করে এমন একটি সংগঠন করার। যেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজম্যান্ট প্রোগ্রাম (সিডিএমপি)-এর কয়েকজন সাবেক প্রশিক্ষক, যারা প্রত্যেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স সম্পন্নকারী প্রশিক্ষক। এ ছাড়া ফায়ার সার্ভিস এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা অতিথি প্রশিক্ষক হিসেবে সেফটি ম্যানেজম্যান্ট ফাউন্ডেশনে প্রশিক্ষণ করিয়ে থাকেন। এই ফাউন্ডেশনে আরো যুক্ত আছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন তরুণ। যারা ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে ভলান্টিয়ার প্রশিক্ষক হিসেবে বিভিন্ন কর্মসূচীতে সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এমনকি সকল আবাসিক ভবনে প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য তাঁদের। ইতোমধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এমনকি রোহিঙ্গা ক্যাম্পেও প্রশিক্ষণ করিয়েছে এই সংগঠনটি। সেফটি ম্যানেজম্যান্ট ফাউন্ডেশনের স্লোগান “নিরাপত্তাই প্রথম, করি প্রশিক্ষণ গ্রহণ” এবং লক্ষ্য হচ্ছে “অজ্ঞতাবশত দুর্ঘটনায় যেন কেউ প্রাণ না হারায়”।