সৌদি আরবে আরও গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ

সৌদি আরব আরও গৃহকর্মী পাঠানোর প্রস্তাবের প্রেক্ষাপটে বাংলাদেশ অধিক সংখ্যাক গৃহকর্মী ওই দেশটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে সৌদি আরব সফররত বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ওই দেশের শ্রমমন্ত্রীর সাথে বৈঠকে এ ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সৌদি আরব বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ শিক্ষাবিদদের সে দেশের বিশ্ববিদ্যালয়ে কাজ করার প্রস্তাবও দিয়েছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।

কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ হাজারেরও বেশি গৃহকর্মী সৌদি আরবে কর্মরত রয়েছেন এবং আরও ৩৬ হাজার গৃহকমী যাবার জন্য প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরবের সাথে গত বছরের গোড়ার দিকে ৫ লাখ গৃহকর্মী পাঠানোর জন্য বাংলাদেশের একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু বেতন নিয়ে জটিলতা এবং বাংলাদেশের নারীরা গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যেতে আগ্রহী না থাকায় ওই চুক্তি বাস্তবায়িত হয়নি।

গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ছয় মাসে সৌদি আরবে গৃহকর্মী গেছেন মাত্র ২ হাজার। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

সৌদি আরবে আরও গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ