বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা যাবে না, সরকারের পক্ষ থেকে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ

Bangladesh Supreme Court

বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা যাবে না এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশনা মেনে চলতে হবে বলে ইতোপূর্বে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে, সরকারের পক্ষ থেকে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। ফৌজদারী কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্টের নির্দেশনা বহাল রেখেছে আপিল বিভাগ- যাতে বলা হয়েছে, গ্রেফতারের সময় আইন-শৃংখলা বাহিনীকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখাতে হবে এবং গ্রেফতারের তিন ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে। জিজ্ঞাসাবাদ করতে হবে কাঁচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে এবং ওই কক্ষের বাইরে আত্মীয়স্বজন ও আইনজীবী উপস্থিত থাকবেন। মানবাধিকার সক্রিয়বাদীসহ সংশ্লিষ্টরা উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উচ্চ আদালতের রায় যথাযথভাবে পালন করা হবে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট