বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে যাচ্ছে এপ্রিলে

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ আগামী এপ্রিলে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, ফ্রান্সে তৈরি 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণের জন্য বৃহস্পতিবার কার্গো বিমান যোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হবে, যা শুক্রবার গন্তব্যে পৌঁছাবে। তাঁরা জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান স্পেস এক্সকে।

কৃত্রিম উপগ্রহটি স্পেস এক্স এর কাছে হস্তান্তরের পর ৩-৪ দিনের মধ্যে সংস্থাটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ জানিয়ে দেবে। কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকি ২০টি বিদেশী কোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে।

এই কৃত্রিম উপগ্রহটি টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে। কৃত্রিম উপগ্রহটি আগামী ১৫ বছর মেয়াদের মিশনে পাঠানো হচ্ছে বলে কর্মকর্তারা জানান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।