জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন। রবিবার সকাল সকালে তিনি কক্সবাজার পৌঁছেন।
আগামী বুধবার পর্যন্ত তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বলবেন তিনি। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথেও কথা বলবেন তিনি। সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমার পর্যবেক্ষণ করবেন তিনি।
Your browser doesn’t support HTML5
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের প্রতিবেদন