বাংলাদেশ-শ্রীলংকা এফটিএ স্বাক্ষরে একমত

এ বছরের মধ্যেই বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরিত হবে বলে দুই দেশ একমত হয়েছে। সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের ওই তথ্য জানিয়ে বলেন, এফটিএ’র জন্য সমঝোতার ক্ষেত্র সমূহ এবং আলোচনা-পর্যালোচনা দ্রুত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

দুই দেশের বৈঠক শেষে কূটনৈতিক ও কর্মকর্তাদের ভিসার ব্যবস্থা সহজীকরণের একটি চুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়াবলীসহ সংশ্লিষ্ট ১৩টি ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তবে দুই দেশের মধ্যে জাহাজ চলাচল এবং বাংলাদেশ কর্তৃক কলম্বো সমুদ্র বন্দর ব্যবহার সংক্রান্ত দুটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঢাকা আগ্রহী হলেও, এক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তিনদিনের সফর শেষে শনিবার শ্রীলংকার প্রেসিডেন্ট দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু।