চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানিতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সোমবার দুপুরে চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। এই কমিউনিটি সেন্টারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য ধর্মাবলম্বী অমুসলিমদের জন্য এই মেজবানির আয়োজন করা হয়।

মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জানান, নগরীর ১১টি কমিউনিটি সেন্টারে মেজবানিতে ৮০ হাজার লোক খাওয়ানোর কথা ছিল। পরে ভক্তদের কথা চিন্তা করে ১৪টি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।

ঘটনাস্থলে রয়েছেন চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক ইব্রাহিম খলিল।

গত ১৫ই ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী মারা যান। ১৯৯৪ সন থেকে টানা তিনবার তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

ওদিকে মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা ও আহতদের চিকিৎসার প্রয়োজনীয় খরচ প্রদান করা হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট