বাংলাদেশে চামড়ার দাম কমেছে

FILE - In this Dec. 19, 2014 photo, Mohammad Habib, 90, collects pieces of hide to process on a cold and foggy morning at the Hazaribagh tannery area in Dhaka, Bangladesh.

চামড়া ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমেছে- প্রধানত এ কারন দেখিয়ে গত চার বছরে প্রতি বর্গফুট লবন দেয়া চামড়ার দাম কমিয়েছেন প্রায় ৪০ টাকা। ২০১৩ সালে যেখানে ওই মূল্য নির্দ্ধারিত ছিল ৮৫ থেকে ৯০ টাকা- তা এ বছরে হয়েছে ৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমেছে ৩৫ শতাংশ। এ বছর কোরবানীতে যে প্রায় ৬০ লাখ গরু ছাগল কোরবানী দেওয়া হয়েছে তার চামড়া সারা বছরে সংগ্রহ করা চামড়ার ৫০ থেকে ৫৫ শতাংশ। ব্যবসায়ী নেতারা হাজারীবাগ থেকে ট্যানারী এলাকা সরানোকেওঅবশ্য দায়ীকরছেন । আর এই সময় চামড়ার বাজারের অন্যতম প্রভাব বিস্তারি মৌসুমী ব্যবসায়ীদেরও দায়ী করা হচ্ছে।
তবে চামড়ার বাজার সংশ্লিষ্টরা বলছেন চামড়ার মূল্য কম নির্দ্ধারনের কারনে পাচার বেড়ে যেতে পারে পার্শ্ববর্তী দেশ ভারতে। পুলিশের কর্মকর্তরা অবশ্য বলছেন, পাচার প্রতিরোধে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (ট্যানারী)