পাবনায় গির্জার নিরাপত্তা প্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলাদেশের পশ্চিমাঞ্চলের পাবনা জেলায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা শুক্রবার ভোরে একটি ক্যাথলিক গির্জার একজন নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ তাৎক্ষণিক ভাবে নিরাপত্তা প্রহরী গিলবার্ট ডি’কস্তার ওপর হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাবনা থেকে সংবাদদাতারা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, জেলার মথুরাপুরে অবস্থিত সেন্ট রিটার্স চার্চে শুক্রবার ভোরে তিনজন মুখোশ ধারী দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তারা গিলবার্ট এর কাছে চার্চের ফাদারের কক্ষের চাবি চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে পাবনা জেলার ঈশ্বরদীতে একটি গির্জার একজন পাদ্রীর ওপর হামলা হয়েছিল। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

পাবনায় গির্জার নিরাপত্তা প্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা