ঢাকায় জেএমবি'র দুই সদস্য গ্রেফতার

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র দুই সন্দেহভাজন সদস্যকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাবের তরফে শুক্রবার গণমাধ্যমকে জানানো হয়েছে, তারা ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট পাঁচ দিন আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রকাশক এবং অনলাইন একটিভিস্ট শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম জড়িত বলে ধারণা করছে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ধারণার কথা জানান ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর কাউন্টার টেরোরিজম ইউনিট এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন কালে হত্যার আলামত পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং নিহত ব্যক্তির প্রোফাইল ঘেঁটে এটিকে জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামেরই কাজ বলে সন্দেহ করছে। পুলিশ অবশ্য এ ঘটনার সাথে জড়িত কাউকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।