গুলশান হামলাসহ বিভিন্ন হত্যাকান্ডে জড়িত নব্য জেএমবি'র প্রধান নিহত: র‌্যাব

বাংলাদেশের আইন-শৃংখলা রক্ষাবাহিনী বলছে, জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ বা জেএমবি থেকে বেরিয়ে যাওয়া অধিকতর উগ্রবাদী অংশ নব্য জেএমবি গঠন করেছে। আর নব্য জেএমবি ঢাকার গুলশান হামলা, ইতালীয় নাগরিক তাবেলা সিজার, জাপানি নাগরিক কোনিও হোসিসহ ব্লগার, শিক্ষক, যাজক, পুরোহিতসহ বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত বলে তারা প্রমাণ পেয়েছেন।

র‌্যাবের প্রধান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের পরিচালিত অভিযানের সময় নব্য জেএমবি প্রধান নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।

গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনাকালে একটি বাড়ি থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া ব্যক্তিই নব্য জেএমবি'র প্রধান সাইদুর রহমান। তার সাংগঠনিক নাম ছিল শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। তার বাড়ি চাপাইনবাবগঞ্জে। তার নেতৃত্বেই গুলশানসহ বিভিন্ন হত্যাকান্ড পরিচালিত হয়।

এদিকে, ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ তার ২ ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয় বলে র‌্যাব শুক্রবার দাবি করেছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

গুলশান হামলাসহ বিভিন্ন হত্যাকান্ডে জড়িত নব্য জেএমবি'র প্রধান নিহত: র‌্যাব