ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় সোমবার রাতে পুলিশের তিন সদস্যের ওপর বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক ষ্টেট আইএস দায় স্বীকার করেছে।

জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে আইএস এর দায় স্বীকার সম্পর্কিত খবর দিয়ে বলেছে, দুই বছরের বেশি সময় পর সোমবার রাতে প্রথম বাংলাদেশে হামলা করা হয়েছে। ঐ হামলায় আহত পুলিশদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলায় ব্যবহৃত বোমাটি ভিন্নরকম ছিল। এ ঘটনায় আইএসের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

এদিকে, ঢাকার বছিলা এলাকায় সোমবার নিহত দুই যুবককে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সদস্য বলে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, পুলিশ মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।