জেএমবি'র চার সদস্য গ্রেপ্তার

গত পহেলা জুলাই ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহ করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি'র চার সদস্যকে গ্রেপ্তারের করেছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন আবু তাহের, মিজানুর রহমান, সেলিম মিয়া এবং তৌফিকুল ইসলাম। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশে ডিএমপি এর কাউন্টার টেররিজম ইউনিট রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপি'র কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হ্যান্ডমেড গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁরা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলশান হামলার আগে ওই হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরী এবং মারজানের কাছে সরাসরি অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছে আটক চার জঙ্গি।

এদিকে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে বলে পুলিশ দাবী করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জেএমবি'র চার সদস্য গ্রেপ্তার