জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলা করাই ছিল নিহত জঙ্গীর উদ্দেশ্য: বাংলাদেশের পুলিশ প্রধান

বাংলাদেশে বঙ্গবন্ধু জাদুঘর থেকে অদূরে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টো দিকে একটি আবাসিক হোটেলে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর জঙ্গী বিরোধী অভিযানে কথিত এক জঙ্গী নিহত হয়েছেন।

বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল হক বলেছেন, নিজ শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে ওই জঙ্গী আত্নঘাতি হয়েছেন। তিনি বলেন, জাতীয় শোক দিবসের মিছিলসহ অনুষ্ঠানে হামলা করাই ছিল ওই জঙ্গীর উদ্দেশ্য। পুলিশ প্রধান জানান, নিহত জঙ্গীর নাম সাইফুল ইসলাম, বাড়ি খুলনায়। সে খুলনা বিএল কলেজের ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী।

কর্মকর্তারা জানান, নিহত কথিত জঙ্গীর শরীরে সুইসাইড ভেষ্ট, ব্যাকপ্যাক এবং আইইডি বিস্ফোরক ছিল। মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থল হোটেল ওলিও-কে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ঘিরে ফেলে। আর এর নাম দেয়া হয় অপারেশন আগষ্ট বাইট।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আইন-শৃঙখলা রক্ষাবাহিনী অভিযান শুরু করলে কথিত জঙ্গী নিজ শরীরে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটনায় এবং নিহত হন। নব্য জেএমবি'র সঙ্গে কথিত জঙ্গীর সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলা করাই ছিল নিহত জঙ্গীর উদ্দেশ্য: বাংলাদেশের পুলিশ প্রধান