বাংলাদেশে গণগ্রেফতার বন্ধের আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও জাতীয় মানবাধিকার কমিশন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে, অবিলম্বে অযৌক্তিকভাবে এবং যথাযথ প্রমাণাদি ছাড়া গণগ্রেফতার বন্ধ করার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, সরকারের উচিত ধর্মনিরপেক্ষ লেখক, সমকামী অধিকার সক্রিয়বাদী এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলায় জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান গণগ্রেফতারের সমালোচনা করে বলেছেন, কয়েকজন জঙ্গী ধরতে এই ধরনের গণগ্রেফতার মানবাধিকারের লংঘন।

তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, জঙ্গীবাদ দমন ও টার্গেট কিলিং বন্ধেই এই গ্রেফতার অভিযান।

জঙ্গীবাদ বিরোধী ৭ দিনের বিশেষ অভিযান শুক্রবার সকালে শেষ হয়েছে। পুলিশ দাবি করেছে, ১৯২ জনকে জঙ্গী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য মতে, আটক করা হয়েছে ১৩ হাজারের বেশি মানুষকে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে গণগ্রেফতার বন্ধের আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও জাতীয় মানবাধিকার কমিশন