বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার কূটনীতিক পাড়া গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা মামলার পলাতক আসামী মামুনুর রশিদ রিপনকে গ্রেপ্তার করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব রোববার জানিয়েছে, শনিবার গভীর রাতে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকায় একটি বাস থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র অন্যতম সুরা সদস্য রিপনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে সদ্য গ্রেফতার হওয়া জেএমবি'র এই সদস্য হোলি আর্টিজান হমলার পরিকল্পনা এবং অর্থ ও অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে পুলিশ রিপনকে আদালতে হাজির করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
২০১৬ সালের পহেলা জুলাই রাতে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় ১৮ জন বিদেশী নাগরিক সহ ২০ জন নিহত হন। এছাড়া, পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।