অধ্যাপক জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রগতিশীল লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবালকে শনিবার বিকেলে ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে তাঁর মাথায় ছুরিকাঘাত করা হয় বলে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন। সংবাদদাতারা আরো জানান তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। তবে আটক যুবকের পরিচয় জানা যায়নি। এই ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

এদিকে, সবশেষ খবরে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।