গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান

বাংলাদেশের গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে যে, জঙ্গিরা গুলশান হলি আর্টিজান হামলার সিদ্ধান্ত ও প্রশিক্ষণ নিয়েছে ঢাকা থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরের গাইবান্ধার চরাঞ্চলে। এতোকাল পরে এসে বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাবাহিনী গাইবান্ধার ওই চরাঞ্চলে জঙ্গি আস্তানা খুজতে এক যৌথ অভিযান শুরু করেছে বুধবার সকাল ৬টার দিকে।

কর্মকর্তারা জানান, ১৬৫টি চরের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধান করা হবে। তবে একজন ডাকাতকে গ্রেফতার করা ছাড়া ওই অভিযানে এই পর্যন্ত কোনো অগ্রগতি নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।.ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গী আস্তানার সন্ধানে অভিযান