জেএমবি'র দুই গুরুত্বপূর্ণ সদস্যের আত্মসমর্পণ

সন্ত্রাস-জঙ্গীবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সরকারী আহবানে সাড়া দিয়ে এবার প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি, যারা গুলশান হামলাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সাথে সরাসরি যুক্ত, তাদের ২ জন গুরুত্বপূর্ণ সদস্য বগুড়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণকারী একজন আবদুল হাকিম, গুলশান হামলায় হামলাকারী ও নিহত খায়রুল ইসলামের বন্ধু।

আত্মসমর্পণ করা জেএমবি’র সদস্য মাহমুদুল হাসান আত্মসমর্পণ অনুষ্ঠানে কিভাবে তাদের হত্যা এবং হামলার জন্য উদ্বুদ্ধ করা হয়, তার বিস্তারিত বিবরণ দেন।

বগুড়ার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারীদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রত্যেকের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর এবং জঙ্গীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

জেএমবি'র দুই গুরুত্বপূর্ণ সদস্যের আত্মসমর্পণ