সামাদকে আলকায়েদা খুন করেনি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম সামাদকে আল কায়েদা খুন করেনি, এটা নিশ্চিত করেই বলছে বাংলাদেশের পুলিশ। তাদের মতে, আল কায়েদা নয়, আনসারুল্লাহ বাংলাটিম খুন করে থাকতে পারে।

কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম ভয়েস অব আমেরিকাকে বলেন, জঙ্গিরা আগে কোন পর্যায়ে স্বীকার করেনি বাংলাদেশে আল কায়েদা বা আইএস-এর নেটওয়ার্ক রয়েছে।

গত বুধবার রাত ৯টার দিকে খুন হন নাজিম সামাদ। এখন পর্যন্ত এই খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেট ভিত্তিক তৎপরতা নজরদারিতেযুক্ত আমেরিকা ভিত্তিক সাইট ইন্টিলিজেন্স গ্রুপ বলছে, আল কায়েদা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম এই হত্যার দায় স্বীকার করেছে।

পুলিশের কর্মকর্তারা স্বীকার করছেন, এর আগে একই কায়দায় ৬ জন ব্লগার ও প্রকাশককে খুন করা হয়েছে। এসব ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম জড়িত বলে পুলিশের তরফে বলা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

সামাদকে আলকায়েদা খুন করেনি: বাংলাদেশ পুলিশ