দুর্গাপূজা উপলক্ষে ভারতে এককালীন ৫শ’ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার

দক্ষিণ এশিয়ার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে এককালীন ৫শ’ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেছেন বাণিজ্যের উদ্দেশ্যে এ রফতানি নয় বরং শুভেচ্ছার নিদর্শন হিসেবে পূজা উপলক্ষে একবারের জন্য ইলিশ রফতানির সুযোগ দেয়া হয়েছে। এর আগে ২০১১-১২ অর্থ বছরে বাণিজ্যিক ভাবে বাংলাদেশ সর্বশেষ ৩০০ কোটি টাকার ইলিশ মাছ ভারতে রফতানি করেছিল। তবে দেশের চাহিদা বিবেচনা করে ২০১২ সালের পহেলা আগস্ট ইলিশসহ সবধরনের মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ। ঐ বছরের ২৩শে সেপ্টেম্বর ইলিশ ছাড়া বাকি সব মাছের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইলিশের ক্ষেত্রে তা আজও রয়ে গেছে। ২০১৫ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের বাংলাদেশ সফরের সময় ভারতে ইলিশ রফতানির জন্য তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান জানালেও তা হয় নাই।

উল্লেখ্য, বাংলাদেশের মৎস্য উৎপাদনের ১১ শতাংশই ইলিশ এবং দেশটির জিডিপিতে এর অবদান এক শতাংশ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট