আনোয়ার চৌধুরীর ওপর হামলার রায় ১১ ফেব্রুয়ারি

এক যুগ আগে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। আগামী ১১ই ফেব্রুয়ারি এ ব্যাপারে রায় ঘোষণা করবে আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ থেকে বুধবার এ রায়ের দিন ঠিক করে দেয়া হয়।

সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১শে মে আনোয়ার চৌধুরী'র ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় তিনি আহত হন। নিহত হন পুলিশের তিন সদস্য। ঘটনার দিনই পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে এ মামলায় জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

২০০৮ সালের ২৩শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। রায়ে মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। নিম্ন আদালতের রায়ের পর ২০০৮ সালে আসামিদের ডেথ রেফারেন্স শুনানির জন্য হাই কোর্টে আসে। ২০০৯ সালে আসামিরা আপিল করেন। গত ৬ই জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

আনোয়ার চৌধুরীর ওপর হামলার রায় ১১ ফেব্রুয়ারি