ঢাকার ইস্ট - ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ,

Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের উপরে শতকরা সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার ইস্ট - ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, পুলিশ ফাড়ি ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, বেধড়ক লাঠিপেটার ঘটনা ঘটেছে। পুলিশ গুলি চালিয়েছে বলেও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
রামপুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সড়কে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই সংঘর্ষে একজন শিক্ষকসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে পুলিশ গুলি ছোড়া সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যদি বাড়াবাড়ি কিছু হয়ে থাকে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রাবার বুলেট ছুড়তে দেখেছেন।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর পাঠানো রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট - বিশ্ববিদ্যালয়