বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানবাধিকার সংক্রান্ত বার্ষিক রিপোর্টের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানবাধিকার সংক্রান্ত বার্ষিক রিপোর্টের বাংলাদেশ অংশে- বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলো নিজেদের ইসলামিক স্টেট এবং আল কায়েদা ভারতীয় শাখার সাথে সম্পৃক্ততার দাবি করছে বলে বলা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুনরায় এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন শনিবার।
এদিকে, বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, নির্যাতন, আটক, স্বাধীন মতামত প্রকাশে বাধাসহ বিভিন্ন বিষয়-যা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে-সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান।
ঢাকায় মানবাধিকার সক্রিয়বাদীরা বলছেন, অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, নির্যাতনসহ মানবাধিকার লংঘনের ঘটনাবলী বন্ধ করা জরুরি, সবার স্বার্থেই।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানবাধিকার সংক্রান্ত বার্ষিক রিপোর্টের বিশ্লেষণ